
মঙ্গলবার ০৬ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক বেড়েই চলেছে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া এবং সময় রায়নাকে ঘিরে। নেটপাড়ার একটি বড় অংশের পাশাপাশি বলিউডের অতি পরিচিত ব্যক্তিত্বরাও একহাত নিয়েছেন এই দুই ইউটিউবারকে। গত মাসে সময় রায়নার অ্যাডাল্ট কমেডি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অতিথি হয়ে এসে জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। শো চলাকালীন তিনি বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্য করেন! তারপরেই শুরু হয় ধুন্ধুমার। এখন কেমন আছেন সময় রায়না? শোনা যাচ্ছে, সময় নাকি আজকাল বেশ বিষণ্ণ থাকেন, মানসিকভাবে খানিক ভেঙেও পড়েছেন। ভয়ও পাচ্ছেন।
সময়ের বন্ধু তথা আর এক ইউটিউবার শ্বেতাভ গাঙ্গওয়ার জানিয়েছেন সময় আতঙ্কে ভুগছেন, হয়ে পড়েছেন বিষণ্ণ। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতাভ বলেছেন, “মানুষটা একেবারে ভেঙে পড়েছে। প্রথম প্রথম যখন বিতর্ক ছড়াতে শুরু করেছিল, তখনও সময়কে চনমনে দেখেছিলাম। কিন্তু যখন শেষবার ওর সঙ্গে কথা বলি...তখনই টের পেয়েছিলাম মানসিকভাবে ভেঙে পড়েছে সময়। বিষণ্ণ, আতঙ্কিত, খানিক ভয় ভয়েই আছে।” শ্বেতাভ আরও জানান, তিনি নিজেও সমাজমাধ্যম থেকে বিরতি নিয়েছেন বর্তমানে। সময়ের কঠিন সময়ে তাঁর পাশে না দাঁড়াতে পেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন শ্বেতাভ।
এইমুহূর্তে কানাডায় ঘুরে ঘুরে নিজের শো-এর ট্যুর করছেন সময়। বেশ কিছুদিন আগে সেখানকার একটি শো-এ তাঁর বিরুদ্ধে নিয়ে মজাও করেন সময়। তার অনুষ্ঠান ঘিরে বিতর্কের কথা তুলে ধরে দর্শকের উদ্দেশ্যে বলেন, “আমার আইনজীবীর ফি দেওয়ার জন্য ধন্যবাদ।”
তবে সেই বিষয়টি মোটেও চোখে দেখেনি দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি উল্লেখ করেছেন যে বিদেশে থাকা একজন অভিযুক্ত মামলার উপর একটি মন্তব্য করেছেন। সময়ের নাম না করে বিচারপতি বলেন, "অভিযুক্তদের মধ্যে একজন কানাডায় গিয়ে এই সব নিয়ে কথা বলেছে...এই তরুণ এবং অতি বুদ্ধিমানরা মনে করে যে তারা আরও বেশি জানে, একজন কানাডা গিয়ে নানা কথা বলছেন। জানেন না, এই আদালত কী করতে পারে।”
রণবীরকে শর্ত সাপেক্ষে তাঁর কিছু পডকাস্ট ফিরিয়ে আনার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের তরফে রণবীরকে বলা হয়েছে তাঁর শো-এ যেন নৈতিকতা এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখা হয়।
'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?
ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?
কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?
‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!
বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?
মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’
ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?
মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?
টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী
‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?